সাকিবের প্রথম ম্যাচ আজ আইপিএলে

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দ্বাদশ আসরে প্রথম ম্যাচে কলকাতা নাইটে আজ খেলবে সাকিব আল হাসান

ছবি : সংগৃহীত

ক্রিকেট

সাকিবের প্রথম ম্যাচ আজ আইপিএলে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৪ মার্চ, ২০১৯

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে অবস্থান করছেন ভারতে। গতকাল শনিবার থেকে শুরু হওয়া টুর্নামেন্টে তার দল সানরাইজার্স হায়দরাবাদ। এ নিয়ে দ্বিতীয় মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন সাকিব। হায়দরাবাদের প্রথম ম্যাচ আজ রোববার সাকিবের সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের  (কেকেআর) বিপক্ষে। ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেনে। 

হায়দরাবাদে যোগ দেওয়ার আগে ৭ মৌসুম কলকাতাতেই খেলেছেন সাকিব- ইডেন গার্ডেন তার জন্য হয়ে গিয়েছিল খুবই চেনা এক মাঠ। নতুন মৌসুমে প্রথম ম্যাচ খেলার জন্য সেই ইডেন গার্ডেনেই হাজির হয়েছেন সাকিব। কলকাতায় ফিরে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের স্বাগত জানানো ভিডিওতে তিনি জানিয়েছেন তার মনের কথা।

২০১৩ সালের মৌসুম বাদে আইপিএলে সব মিলিয়ে কলকাতার জার্সিতে ৬০টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে করেছেন ২১.৬৭ গড়ে ৭৩৭ রান। বল হাতে সাকিব নিয়েছেন ৫৭ উইকেট। সেরা বোলিং ফিগার ১৭ রানে তিন উইকেট। কলকাতায় ফিরে সাকিব বলেন, ‘কলকাতায় ফিরে আসলাম। ইডেন গার্ডেনে এত দর্শকের সামনে খেলা দারুণ কিছু। এখানে আমার অনেক অনেক স্মৃতি আছে। আমরা এখন প্রথম ম্যাচটি খেলতে মুখিয়ে আছি।’

আইপিএলের গত আসরে অল্পের জন্য রানার্সআপ হয়েছে সাকিবের হায়দরাবাদ। এ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভক্ত-সমর্থকদের সমর্থন চেয়েছেন সাকিব। তিনি বলেন, ‘আমাদের সমর্থন করতে থাকুন এবং আমাদের ওপর বিশ্বাস রাখুন। আশা করি আমরা আমাদের শিরোপা ফিরিয়ে আনতে পারব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads