সাইবার নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা প্রয়োজন

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা প্রয়োজন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৪ মার্চ, ২০১৯

সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নিরাপত্তাবিষয়ক গবেষকদের কাছে পরামর্শ নেওয়ার জন্য সব ইন্ডাস্ট্রি ও সরকারকে এক হতে আহ্বান জানিয়েছেন হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান গুও পিং। সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মূল বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

সবচেয়ে শক্তিশালী ৫জি নেটওয়ার্ক গঠনে হুয়াওয়ের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত না করলে উদ্ভাবনের কোনো মাহাত্ম্য নেই। আর এ লক্ষ্যে সব প্রতিষ্ঠান ও সরকারগুলোর একজোট হয়ে কাজ করা উচিত।

নিরাপত্তা ইস্যুর কারণে গত কয়েক মাস হুয়াওয়ের জন্য বেশ চ্যালেঞ্জ ছিল। কিন্তু হুয়াওয়ে ইতোমধ্যে দাবি করেছে প্রতিষ্ঠানটি কখনোই গ্রাহকদের তথ্য পাচার করেনি এবং কোনো তৃতীয় পক্ষকেও তাদের সরঞ্জাম ব্যবহার করে এমন কাজের অনুমতি দেবে না।

গুও পিং বলেছেন, প্রকৌশল খাতে আমরা যত বেশি বিনিয়োগ করব, প্রযুক্তিগত দিক দিয়ে আমরা তত বেশি এগিয়ে যাব। হুয়াওয়ে বিশ্বের যেকোনো প্রান্তে অন্যদের চেয়ে দ্রুতগতিতে যেকোনো ক্যারিয়ারে শক্তিশালী, সহজ ও বুদ্ধিমান ৫জি নেটওয়ার্ক স্থাপন করতে পারে। কিন্তু আমরা জানি নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে উদ্ভাবন কোনো কাজে আসবে না।

নিরাপত্তার ওপর গুরুত্ব আরোপ করে গুও পিং ইউরোপের অ্যাসুরেন্স টেস্টিং ও সার্টিফিকেশন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে একত্রে কাজ করার জন্য সরকার ও মোবাইল ফোন অপারেটরদের ভূমিকা তুলে ধরেন। তিনি প্রযুক্তি সরবরাহকারী, ক্যারিয়ার ও কোম্পানিগুলোর দায়িত্বসমূহ চিহ্নিত করেন। তার মতে- সবার জন্য একটি নিরাপদ সাইবার পরিবেশ গড়ে তুলতে প্রয়োজন উন্নত মান নিশ্চিতকরণ, বাস্তবতাভিত্তিক নীতি প্রণয়ন ও উদার সহযোগিতা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads