সাইবার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে ডলফিন ও প্রিভিস

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে ডলফিন ও প্রিভিস

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৪ জানুয়ারি, ২০১৯

বাংলাদেশে সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশন ও সিঙ্গাপুরভিত্তিক ভন গ্রুপের সিকিউরিটি কোম্পানি প্রিভিস টেকনোলজি কোম্পানি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোবহানবাগে ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশন অফিসে এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

সমঝোতা স্মারকে ভন গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর প্যাট্রিক এনজি ও ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশনের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (বিপণন) মনোয়ারুল ইসলাম রিবেল।

এ সময় উপস্থিত ছিলেন ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশনের পরিচালক (টেকনিক্যাল) অধ্যাপক ড. তৌহিদ ভূঁইয়া, সাইবার সিকিউরিটি সেন্টারের ডেপুটি হেড মোহাম্মদ মারুফ হাসান, হেড অব মাল্টিমিডিয়া শেখ মোহাম্মদ আলাইয়ার ও টিমের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

জানা যায়, ভন গ্রুপের সিকিউরিটি কোম্পানি প্রিভিস টেকনোলজি কোম্পানি ১৯৬৫ সালে চীনে মিলিটারি কমিউনিকেশন কোম্পানি হিসেবে যাত্রা শুরু করেছিল। ১৯৮২ সাল থেকে প্রতিষ্ঠানটি ডাটা সিকিউরিটি, সন্ত্রাসবিরোধী ও সাইবার স্পেস সিকিউরিটি কোম্পানি হিসেবে বিশ্বব্যাপী কাজ শুরু করে। সিঙ্গাপুর হেড অফিসের মাধ্যমে বিশ্বব্যাপী নেটওয়ার্ক সিকিউরিটি প্রোডাক্ট, অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রোডাক্ট, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম নিয়ে কাজ করছে।

প্রসঙ্গত, ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশন ড্যাফোডিল ফ্যামিলির একটি অঙ্গপ্রতিষ্ঠান। ডলফিন দেশের প্রথম পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ল্যাব প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশে ভন গ্রুপ ও প্রিভিসের পার্টনার হিসেবে কাজ করবে ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads