সরে দাঁড়াতে পারেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

সংগৃহীত ছবি

নির্বাচন

ঢাকা-১৭ আসন

সরে দাঁড়াতে পারেন এরশাদ

  • কামাল মোশারেফ
  • প্রকাশিত ১৬ ডিসেম্বর, ২০১৮

রাজধানীর অভিজাত এলাকা বলে পরিচিত ঢাকা-১৭ (গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক) আসনে একাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন|

দলীয় নেতাকর্মী এবং তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি সিঙ্গাপুর থেকে দেশে ফিরেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে যাচ্ছেন। বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন এরশাদ।

দলের একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, এরশাদ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে সমর্থনজানিয়ে নির্বাচনের লড়াই থেকে সরে আসবেন। দলীয় সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে জাতীয় পার্টি ২৬টি আসনে লড়বে। এ আসনগুলোতে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। জাতীয় পার্টির নেতাকর্মীদের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও মহাজোটের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে জাতীয় পার্টি ১৪৭টি আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছে। এসব আসনে উন্মুক্ত নির্বাচন করবে দলটি।

এই আসনে ভোটের লড়াইয়ে আছেন ২০ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিভ রহমান পার্থ, সাবেক যোগাযোগমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী (তৃণমূল বিএনপি) নাজমুল হুদা এবং বর্তমান সংসদ সদস্য বিএনএফের আবুল কালাম আজাদ।

এরশাদের অত্যন্ত ঘনিষ্ঠ একজন উপদেষ্টা বাংলাদেশের খবরকে বলেন, ঢাকা-১৭ আসনে নির্বাচন না করার জন্য স্যারকে (এরশাদ) আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক আগে থেকেই অনুরোধ করা হয়েছিল। তার যে শরীরের অবস্থা, এ অবস্থায় দেশে ফিরে প্রচারণা চালানোর মতো তার অবস্থা নেই। তা ছাড়া ওই এলাকায় দলের কার্যক্রম তেমন একটা সুবিধাজনক নয়। এ অবস্থায় তিনি নির্বাচনে থাকলে সম্মানজনক ভোট পাওয়াই তার জন্য কঠিন হয়ে পড়বে। এসব বিবেচনায় তিনি তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিতে পারেন। সেই ক্ষেত্রে তিনি শুধু রংপুর-৩ আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন।

ইতোমধ্যে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। একই সঙ্গে আসনটিতে তিনি আওয়ামী লীগের প্রার্থী হাফেজ রুহুল আমিন মাদানীকে সমর্থন দিয়েছেন। তবে ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে লড়বেন রওশন। আর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মহাজোটের প্রার্থী হিসেবে রংপুর-৩ আসনে লড়ছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads