সরিয়ে নেয়া হলো লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চিকিৎসকসহ ১৩ জন স্টাফ করোনায় আক্রান্ত

সরিয়ে নেয়া হলো লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মে, ২০২০

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ১৩ জন স্টাফ করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় হাসপাতালটির বহির্বিভাগ সরিয়ে নেয়া হয়েছে। উপজেলার বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সটির স্বাভাবিক রোগী দেখার কাজসহ চিকিৎসা সেবা দেয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সাংসদ ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন সরিয়ে নেয়া স্বাস্থ্য কমপ্লেক্সটির নতুন বহির্বিভাগ উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ শিকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন প্রমুখ।

জানা যায়, লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরটি যেন নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েছিল। স্বাস্থ্য কেন্দ্রটির চিকিৎসক, মেডিকেল ট্যাকনোলজিস্ট, নার্সসহ ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে করে চিকিৎসা ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। কারণ হিসেবে মনে করা হচ্ছে এখানে চিকিৎসা নিতে আসা রোগীরাও করোনায় সংক্রামিত হতে পারেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চার তলায় ৫ করোনা রোগীকে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর অন্যদিকে তিন তলায় অন্যান্য রোগীরা ভর্তি রয়েছে। ফলে রোগী ও তাদের স্বজন এবং স্থানীয় বাসিন্দারা করোনা আতঙ্কে ছিলেন। তাই হাসপাতালের এত সংখ্যক স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালটিকে থেকে বর্হিবিভাগ সরিয়ে নেয়া হলো।

লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদ জানান, চলতি মে মাসের ৭ থেকে গত ১২ তারিখ পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন পরিসংখ্যানবিদ (করোনা নমুনা সংগ্রহকারী), ১ জন মেডিকেল ট্যাকনোলজিস্ট, ১ জন অফিস সহকারী, ৪ জন নার্স, ১ জন বুয়া, ১ জন নার্সের স্বামী, ১ জন নাইট গার্ড ও উপস্বাস্থ্য কেন্দ্রের ১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। আজ ১৪ জনের রিপোর্ট এসছে এর মধ্যে ২জন করোনা পজেটিভ হচ্ছে হাসপাতালের স্টাফ নার্সের মেয়ে মারিয়া-১৪ ও অপর স্টাফের চেলে মেহেদি (১৯)। বাকী ১২ জন নেগেটিভ।

উল্লেখ্য, উপজেলায় এ পর্যন্ত করোনা নমুনা সংগ্রহ করা ২৬৭ জনের মধ্যে বৃহস্পতিবার ২ জনসহ মোট ৩৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দু’জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads