সরকার চায় না বিএনপি নির্বাচনে আসুক : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছবি: সংরক্ষিত

রাজনীতি

সরকার চায় না বিএনপি নির্বাচনে আসুক : মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ অক্টোবর, ২০১৮

বিএনপি যাতে নির্বাচনে যেতে না পারে তাই বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে সরকার নেতা-কর্মীদের বিরুদ্ধে ৯০ হাজারের অধিক মামলা দিয়েছে বলে অভি‌যোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার সব ধরনের চেষ্টা চালাচ্ছে বিএনপি যেন নির্বাচনে অংশ নিতে না পারে। আমাদের সিনিয়র নেতাদের নামে যেসব মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সরকার নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে অথচ সরকারপ্রধান ও আওয়ামী লীগের নেতারা দেশে বিদেশে বলছেন নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে এবং সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত গায়েবী মামলার সংখ্যা ৪ হাজার ১৪৯। এর মধ্যে এজহারের জ্ঞাত আসামীর সংখ্যা ৮৬ হাজার ৬৯২ এবং অজ্ঞাত আসামী হচ্ছে ২ লাখ ৭৬ হাজারর ২৭৭ জন। ২০০৯ সাল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মিথ্যা মামলার সংখ্যা ৯০ হাজার ৩৪০টি এবং আসামী সংখ্যা ২৫ লাখ ৭০ হাজার ৫৪৭ জন। এটা থেকে একটা জিনিসই প্রমাণিত হয় সরকার সম্ভাব্য সব রকমের প্রচেষ্টা চালাচ্ছে যেন বিএনপি নির্বাচনে যেতে না পারে, যেন বিএনপি নির্বাচনে অংশ গ্রহন করতে না পারে।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads