সরকারি অনুদান পেল চাঁদপুরের ২০ সংস্কৃতিসেবী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সরকারি অনুদান পেল চাঁদপুরের ২০ সংস্কৃতিসেবী

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৭ অগাস্ট, ২০২২

চাঁদপুর সদর উপজেলার ২০ জন অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে ১৫ হাজার ৬০০ টাকা করে ৩ লাখ ১২ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে মঞ্জুরীকৃত এককালীন অনুদান হিসেবে দেওয়া হয় এসব চেক। 

রোববার সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

জেলা প্রশাসক বলেন, দেশের নাগরিক হিসেবে আমরা সরকারের অংশ। তাই কোননা কোনভাবে আমরা নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করছি। সংস্কৃতির ধারা অব্যাহত রাখতে হবে। নতুন প্রজন্মকে নির্দিষ্ট সময় নিয়ে সংস্কৃতি চর্চার মধ্যে রাখতে হবে। যাতে করে তাদের কোন চারিত্রিক অবক্ষায় না ঘটে।

তিনি বলেন, ছোট বেলায় আমরা অনেক খেলার সুযোগ পেয়েছি। কিন্তু এখন খেলাধুলার স্থান সংকোচ হয়ে আসছে। নদীগুলো ছোট হয়ে আসছে। খাল-বিল জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। যেহেতু খেলা-ধুলার স্থান সংকুচিত হয়ে আসছে, তাই নতুন প্রজন্মকে সংস্কৃতি চর্চার মধ্যে রাখতে হবে। কারণ সংস্কৃতি চর্চার জন্য মাঠ প্রয়োজন। এই কাজটি করতে পারলে আমরা নতুন প্রজন্মকে সঠিক পথে রাখতে পারব।

অনুষ্ঠান সঞ্চলানায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদা হাসানসহ সাংষ্কৃতিক ব্যক্তিরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads