সম্মতি ছাড়াই ফেসবুককে তথ্য পাঠাচ্ছে অ্যাপ

ছবি : ইন্টারনেট

সোশ্যাল মিডিয়া

সম্মতি ছাড়াই ফেসবুককে তথ্য পাঠাচ্ছে অ্যাপ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩ জানুয়ারি, ২০১৯

গ্রাহকদের তথ্য সংগ্রহ করার বিষয়ে সমালোচনা থেকে যেন মুক্ত হতেই পারছে না ফেসবুক। নতুন বছরের শুরুতেই আবারো আলোচনায় চলে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। সম্প্রতি এক প্রতিবেদনে দেখা গেছে, বেশকিছু অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীর সম্মতি ছাড়াই তাদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য পাঠাচ্ছে ফেসবুকের কাছে। প্রাইভেসি ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠানের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ।

প্রতিষ্ঠানটি বলছে, গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ৩৪টি অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে তারা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। এতে দেখা গেছে, ২০টি অ্যাপই ফেসবুকের সাথে তথ্য শেয়ার করে। এসব অ্যাপ চালু করার মুহূর্ত থেকেই ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে থাকে এবং সেগুলো পাঠাতে থাকে ফেসবুকের কাছে।

তথ্য পাঠানোর জন্য এসব অ্যাপ একটি ইউনিক গুগল অ্যাডভার্টাইজিং আইডি ব্যবহার করে থাকে যার মাধ্যমে গুগল অ্যাপের ব্যবহারের ভিত্তিতে ব্যবহারকারীদের জন্য আলাদা প্রোফাইল তৈরি করে থাকে। কিছু অ্যাপ ব্যবহারকারীদের বয়স, ধর্ম, লিঙ্গ, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, আগ্রহের বিষয় সম্পর্কে ফেসবুককে যেমন জানাচ্ছে, তেমনি কিছু অ্যাপ আবার ব্যবহারকারীর স্পর্শকাতর তথ্যও তুলে দিচ্ছে ফেসবুকের হাতে।

প্রাইভেসি ইন্টারন্যাশনাল বলছে, কিবলা কানেক্ট, পিরিয়ড ট্র্যাকার ক্লু, ইনডিড, মাই টকিং টম নামক অ্যাপগুলো ব্যবহারকারীর লিঙ্গ, ধর্ম, বয়স প্রভৃতি তথ্য প্রদান করে। এসব অ্যাপের তালিকায় আরো আছে কায়াক, স্কাইস্ক্যানার, ট্রিপ অ্যাডভাইজর, শাজাম এবং স্পটিফাইও।

এ বিষয়ে সম্প্রতি গুগল এ প্রতিষ্ঠানটিকে জানিয়েছে, যদি কোনো ব্যবহারকারী তার অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাডস পারসোনালাইজেশন বন্ধ করে রাখে, তাহলে এসব অ্যাপ ব্যবহারকারীর তথ্যের ভিত্তিতে আলাদা প্রোফাইল তৈরি করতে পারবে না। তবে এক্ষেত্রে তথ্য সংগ্রহ বন্ধ হবে না বলে জানিয়েছে প্রাইভেসি ইন্টারন্যাশনাল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads