সমুদ্র নিরাপত্তায় দলগতভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বুধবার সকালে ১৪তম হেডস অব এশিয়ান কোস্ট গার্ড এজেন্সিস মিটিং (এইচএসিজিএএম)-এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি : সংগৃহীত

সরকার

সমুদ্র নিরাপত্তায় দলগতভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ অক্টোবর, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড কাজ করছে। তিনি বলেন ৯০ শতাংশ বাণিজ্য সমুদ্র পথে হয়ে থাকে। এ কারণে সমুদ্রে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডও বেশি হয়। তাই একটি দেশের পক্ষে এই অপরাধ দমন করা সম্ভব নয়। এটি দমনে পাশের দেশের সহায়তা লাগে। তাই দলগতভাবে কাজ করতে হবে।

বুধবার সকালে ১৪তম হেডস অব এশিয়ান কোস্ট গার্ড এজেন্সিস মিটিং (এইচএসিজিএএম)-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় সমুদ্রে নিরাপত্তা অরো কিভাবে জোরদার করা যায় সে বিষয়ে সঠিক পন্থা উদ্ভাবন করার জন্য সংশ্লিষ্ট সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলেই এ সকল কর্মকাণ্ড দমন করা সম্ভব এবং এটা অপরিহার্য। এইচএসিজিএএম-এর মত একটি সংগঠনই পারে আমাদের সকলের অভিজ্ঞতা ও তথ্য-উপাত্ত কাজে লাগিয়ে দলগতভাবে সহযোগিতার মাধ্যমে এসব সামুদ্রিক অপ-তৎপরতা রোধ করে একটি নিরাপদ সমুদ্রসীমা উপহার দিতে।

বাংলাদেশ কোস্টগার্ডের আয়োজনে এশিয়ার বিভিন্ন দেশের কোস্টগার্ড প্রধানদের নিয়ে ঢাকায় পাঁচ দিনব্যাপী এ সম্মেলনে২২টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads