নিজস্ব প্রতিবেদক
সমন্বিত প্রচেষ্টায় শব্দদূষণ হ্রাসে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের পরিববেশ বিষয়ক সংবাদ প্রকাশ করায় ধন্যবাদ জানানো হয়। এতে বলা হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন। শব্দদূষণ নিয়ন্ত্রণে আমাদের বিভিন্ন কার্যক্রমের সংবাদ প্রকাশ/প্রচার করে বিগত দিনে আপনারা আমাদের যেভাবে সহযোগীতা করেছেন এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।
পরিবেশ অধিদপ্তরের ট্রেনিং এন্ড ক্যাম্পেইন কনসালটেন্ট গাজী মহিবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে সবাইকে পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।