রাজনীতি

সমন্বিত পদক্ষেপের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবো: কাদের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বাজেটের মূল প্রতিপাদ্য সুখি সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার। বাজেটের মূল লক্ষ্য চলমান সংকট ও অনিশ্চয়তা দূর করা। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, প্রস্তাবিত বাজেটে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জন সম্ভব হবে।

শনিবার (৮ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, এই বাজেট পরিমিত-বাস্তবসম্মত ও গণমুখী। নির্বাচনী ইশতিহারের সঙ্গে বাজেট সঙ্গতিপূর্ণ, বলেও জানান তিনি। এ সময়, আওয়ামী লীগের পক্ষ থেকে বাজেটকে স্বাগত জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ১৫ বছর আগের বাংলাদেশ ও ১৫ বছর পরের বাংলাদেশ উন্নয়নে আকাশ পাতাল পার্থক্য। বিএনপি সবশেষ বাজেট ছিল ৬৮ হাজার কোটি টাকা। তাদের আমলে অর্থমন্ত্রী সাইফুর রহমান বাজেটের আগে বিদেশে গিয়ে ভিক্ষা চেয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এ সময় তিনি আরও বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে। তবে এর মধ্যে অন্যায় অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads