সব বিমান, স্থল ও নৌবন্দরে ‘রেড এলার্ট‘

ছবি : সংগৃহীত

জাতীয়

সব বিমান, স্থল ও নৌবন্দরে ‘রেড এলার্ট‘

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ জুন, ২০১৯

বরগুনায় রিফাত শরীফের খুনিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে ‘রেড এলার্ট’ জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

আজ শুক্রবার বাংলাদেশ পুলিশের এআইজি মো. সোহেল রানা বলেন, বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে নিয়েছে বাংলাদেশ পুলিশ।

ইতোমধ্যেই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিরা যাতে পালাতে না পারেন সেজন্য দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে।

জড়িত অন্যদেরকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অভিযুক্তদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে সবার প্রতি অনুরোধও করেন সেই পুলিশ কর্মকর্তা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads