ক্রিকেট

সব প্রতিপক্ষই ভারত!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৫ এপ্রিল, ২০১৯

কয়েক দিন পরই ওয়ানডে বিশ্বকাপ। ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান বিশ্বকাপের আগে প্রস্তুতি  নেবে ইংল্যান্ডে। সেখানে ৫টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে তারা। মূল মঞ্চে তাদের মুখোমুখি হতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতেরও। উত্তাপ ছড়ানো সেই ম্যাচ নিয়ে যখন পাকিস্তান অধিনায়ক সরফরাজকে প্রশ্ন করা হলো, তখন মুখরোচক আলোচনাকে পাত্তা দিলেন না। আর তাই তিনি বলেই দিলেন, বিশ্বকাপের প্রতিটি দল তার কাছে একই গুরুত্ব বহন করে। সব প্রতিপক্ষকেই মনে করছেন ভারত হিসেবে!

বৈশ্বিক মঞ্চ ছাড়া খুব একটা দেখা হয় না ভারত ও পাকিস্তানের। কাশ্মির নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দুই দলের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে আরো বৈরী। তাই মূল মঞ্চে লড়াইয়ের আগে কথার লড়াইয়ে উত্তাপ ছড়াতে চাইলেন সরফরাজ। ভারত-পাকিস্তান ম্যাচের দ্বৈরথ নিয়ে যখন নানা আলোচনা, তখন এই ম্যাচ নিয়ে প্রশ্নের জবাবে সরফরাজের উত্তরটা ছিল এমন, ‘আমাদের জন্য ৯টি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই সব ম্যাচকে ভারতের বিপক্ষে ম্যাচ হিসেবে মনে করব।’

বিশ্বকাপে পাকিস্তান তাদের মিশন শুরু হবে ৩১ মে। তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সাম্প্রতিক ফর্মে খুব একটা ভালো অবস্থাতেও নেই তারা। তাই আন্ডারডগ তকমায় বিশেষায়িত করা হচ্ছে পাকিস্তানকে। এমন বিশেষণ নিজেও উপভোগ করছেন সরফরাজ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads