সব ধরনের খেলা থেকে ৪ বছরের জন্য নিষিদ্ধ রাশিয়া

ফাইল ছবি

অ্যাথলেটিকস

সব ধরনের খেলা থেকে ৪ বছরের জন্য নিষিদ্ধ রাশিয়া

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ ডিসেম্বর, ২০১৯

রাশিয়াকে আগামী বছরের টোকিও অলিম্পিকসহ সব ধরনের আন্তর্জাতিক খেলা থেকে চার বছরের জন্য নিষিদ্ধ করেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ডব্লিউএডিএ)।

ডব্লিউএডিএ’র কার্যনির্বাহী কমিটি মস্কোর পরীক্ষাগারের ডাটাবেসে হস্তক্ষেপ করার শাস্তি হিসাবে রাশিয়াকে সোমবার এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। রাশিয়ার অলিম্পিকের বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজনের বিষয়টিও তাদের বিবেচনার মধ্যে রয়েছে।

ডব্লিউএডিএ রায় অনুযায়ী, রাশিয়ান অ্যাথলেটরা যদি ডোপিং টেস্টে ইতিবাচক ফল প্রমাণ করতে পারেন এবং ডাটাবেজে হস্তক্ষেপ না করেন কেবলমাত্র তখনই তাদের বড় ধরনের খেলায় অংশগ্রহণের অনুমতি দেয়া হবে।

এই রায়ের ফলে ফুটবল বিশ্বকাপের মতো বিশ্ব আসরে রাশিয়ার দল অংশগ্রহণ করতে পারবেন কি না- এ বিষয়টি এখনো পর্যন্ত পরিষ্কার নয়।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে ২১ দিনের মধ্যে কোর্ট অব আর্বিটেশন ফর স্পোর্টসে আপিল করতে পারবে রাশিয়া।

তবে, এটা নিশ্চিত ২৪ জুলাই শুরু হতে যাওয়া টোকিও অলিম্পিকের প্রস্তুতির ওপর ডব্লিউএডিএ’র রায় প্রভাব ফেলবে।

গত মাসে ডব্লিউএডিএ’র তদন্ত কর্মকর্তা ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মস্কোর পরীক্ষাগারের ডাটাবেসে রাশিয়ান কর্তৃপক্ষের হস্তক্ষেপ করে শত শত ডোপিং মামলা লুকিয়ে ফেলা ও অন্যায়ভাবে অন্যের ওপর দোষ চাপিয়ে দেয়ার প্রমাণ পান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads