• রবিবার, ১৬ মার্চ ২০২৫ | ১৬ চৈত্র ১৪৩১ | ১৬ শাওয়াল ১৪৪৬
সবজি বিক্রেতার সততায় কমেছে বৃদ্ধের ভোগান্তি!

কুমিল্লার চৌদ্দগ্রামে বৃদ্ধ মোহন মিয়ার হারানো দলিল হস্তান্তর করে সততা ও মহানুভবতার পরিচয় দিয়েছেন সবজি বিক্রেতা আবদুল জলিল

ছবি : বাংলাদেশের খবর

ফিচার

হারানো দলিল হস্তান্তর

সবজি বিক্রেতার সততায় কমেছে বৃদ্ধের ভোগান্তি!

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ এপ্রিল, ২০১৯

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পাওয়া দলিল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন সবজি বিক্রেতা আবদুল জলিল। এ ঘটনায় তাকে ধন্যবাদ জানাচ্ছেন সবাই। সবজি বিক্রেতার সততা ও মহানুভবতায় কমেছে বৃদ্ধ মোহন মিয়ার ভোগান্তি। কারণ-দলিলগুলো খুঁজে না পেলে তার বিপুল পরিমাণ টাকা ও সময় ব্যয় হত।

জানা গেছে, গত সোমবার বিকেলে ফেনী-কুমিল্লা রুটের যাত্রীবাহী মদিনা বাসে একটি ব্যাগের ভিতর কয়েকটি দলিল পান আমজাদের বাজারের সবজি বিক্রেতা আবদুল জলিল। এরপর তিনি ছাত্রনেতা দিদারুল আলম মাসুমসহ কয়েকজনের মাধ্যমে দলিলে থাকা নামের ব্যক্তিকে খোঁজ করতে থাকেন। পরে মাসুম সাংবাদিক এমদাদ উল্যাহ ও শিক্ষক নুরুল আলম আবিবের মাধ্যমে উপজেলার শুভপুর ইউনিয়নের হাজারীপাড়া গ্রামের বৃদ্ধ মোহন মিয়াকে খুঁজে বের করতে সক্ষম হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় দলিলের প্রকৃত মালিক মোহন মিয়াকে পাওয়া সব দলিল বুঝিয়ে দেন সবজি বিক্রেতা আবদুল জলিল। এ সময় উভয় পক্ষের কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads