সখীপু‌রে চি‌কিৎসকসহ নতুন ক‌রে ৪ জনের ক‌রোনা শনাক্ত

ফাইল ছবি

সারা দেশ

সখীপু‌রে চি‌কিৎসকসহ নতুন ক‌রে ৪ জনের ক‌রোনা শনাক্ত

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুলাই, ২০২০

টাঙ্গাই‌লের সখীপু‌রে এক চিকিৎসকসহ নতুন ক‌রে চার জ‌নের ক‌রোনা ভাইরাস (কো‌ভিড-১৯) শনাক্ত হ‌য়ে‌ছে। এ নি‌য়ে উপ‌জেলায় মোট ৪৯ জ‌নের ক‌রোনা শনাক্ত হ‌লো। এ‌দের ম‌ধ্যে সুস্থ হ‌য়ে‌ছেন ২০ জন, মৃত্যু হ‌য়ে‌ছে ১ জ‌নের এবং চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে ২৮ জন।

টাঙ্গাইল সি‌ভিল সার্জন কার্যালয় সূ‌ত্রে এসব তথ্য জানা যায়।

এছাড়া স্থানীয় সংসদ সদস্য অ্যাড‌ভো‌কেট জোয়া‌হেরুল ইসলাম টাঙ্গাইলে নমুনা দি‌য়ে‌ছি‌লেন ব‌লে তার ক‌রোনা প‌জে‌টি‌ভের সংখ্যাটি সখীপু‌রে সংযুক্ত করা হয়‌নি। 

উপজেলা স্বাস্থ্য কম‌প্লেক্স সূ‌ত্রে জানা যায়, আজ শ‌নিবার সখীপুর পৌরসভার মেয়র আবু হা‌নিফ আজা‌দের ছেলে কামরুল হাসান আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমানের মেয়ে ডা. তৌহিদা তন্বী, নলুয়া এলাকার গৃহবধূ আফরোজা বেগম ও তার ছেলে আসিমের দে‌হে ক‌রোনা শনাক্ত হ‌য়ে‌ছে।

উপ‌জেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবহান বলেন, করোনা উপসর্গ থাকায় গত বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করা হয়। পরে শনিবার সকালের রিপোর্টে ওই চারজ‌নের করোনা পজেটিভ আসে। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads