সখীপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে উপাজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজাসহ ১২ বিএনপি নেতার নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাদী হয়ে মামলা করেন। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে পৌর ছাত্রদলের সভাপতি মোরশেদ আলম সুমন এবং ছাত্রদল কর্মী রিপন আহমেদকে গ্রেফতার করেছে।
সখীপুর থানার ওসি এসএম তুহিন আলী বলেন, গ্রেফতারকৃত সুমনের বাসায় নাশকতার প্রস্তুতির সময় তাকে গ্রেফতার করা হয়। তাদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।