সখীপুরে শিক্ষার্থীদের পবিত্র কোরআন প্রদান

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

সখীপুরে শিক্ষার্থীদের পবিত্র কোরআন প্রদান

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ নভেম্বর, ২০১৯

সখীপুরে গোল্ডেন লাইফ কিল্ডারগার্টেন স্কুলের ১১ শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়।

এর আগে বিদ্যালয়ের ইসলাম শিক্ষার শিক্ষক হাফেজ সেলিম মিয়া তার বক্তব্যে জানান, দীর্ঘ এক বছর ধরে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ১১ জন শিক্ষার্থী শুদ্ধ করে কোরআন পাঠ করতে পারায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের কোরআন শরীফ প্রদান করা হচ্ছে।

কোরআন প্রদান অনুষ্ঠানে আলহাজ আবুল কাশেম শিকদারের  সভাপতিত্বে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আনছার আলী আসিফ, প্রতিমা বংকী ফাযিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষক আবু বকর সিদ্দিক, মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান, ইউপি সদস্য আলতাব হোসেন, বিদ্যালয় পরিচানলনা পরিষদের সদস্য আবু হানিফ, জহির ইকবাল, প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক সাইফুল ইসলাম সানি, আল ফারুকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি অভিভাবক শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল-মামুন বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষার পাশাপাশি ছোট ছোট শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা এবং জ্ঞান দানের জন্যই কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads