সখীপুরে ব্যাংক জালিয়াত চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে ব্যাংক জালিয়াত চক্রের দুই সদস্য গ্রেপ্তার

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ মার্চ, ২০২০

টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক তক্তারচালা শাখায় ব্যাংক জালিয়াত চক্রের দুই সদস্যকে আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ করা হ‌য়ে‌ছে। আজ মঙ্গলবার সকালে তা‌দের ৭ দি‌নের রিমান্ড চে‌য়ে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। 

ওই শাখার ব্যবস্থাপক আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা স্বীকার ক‌রে ব‌লেন, জালিয়াত চক্র ভূয়া আইডি কার্ড ব্যবহার করে সোহাগ নামে একটি হিসাব খোলে। সোমবার দুপুরে ব্যাংকের অন্যান্য স্টাফদের সীল সই জাল করে এসবিডি ৪৩৮৭২১৩ চেকের মাধ্যমে ৫৮৩৯ একাউন্ট থেকে ৪ লাখ টাকা উত্তোলন করে চলে যায়। পরে এসবিডি ৪৩৮৭২১৪ চেকের মাধ্যমে একই একাউন্ট থেকে পুনরায় তিন লাখ টাকার চেক নিয়ে ব্যাংকে এ‌সে ঘুরাঘু‌রি কর‌তে থা‌কে। এসময় সন্দেহ হলে তাদেরকে আটক করে চার লাখ টাকা উদ্ধার করা হয়।

অবস্থা বেগতিক দেখে জালিয়াত চক্রের একজন পালিয়ে যায়। আটককৃতরা হলেন- মাদারীপুরের শামসুর রহমা‌নের ছেলে সোহাগ (৩৩) এবং সৈয়দ আলী ব্যাপারীর ছেলে রোকন ব্যাপারী(২৪) এবং পালিয়ে যায় নাহিদ শেখ (২৭), সেও একই এলাকার ভূইয়া শে‌খের ছে‌লে। চক্রটির সঙ্গে ব্যাংক স্টাফ‌দের কেউ জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। 

কৃষি ব্যাংক তক্তারচালা শাখার ব্যবস্থাপক আব্দুল লতিফ মিয়া বলেন, জালিয়াতচক্র কিভাবে অ্যাকাউন্ট খুলেছে তা জে‌নে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সখীপুর থানার প‌রিদর্শক (তদন্ত) লুৎফুল ক‌বির বলেন, ব্যাংক জালিয়াত চক্রের দুইজনকে সাত দিনের রিমান্ড চে‌য়ে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। পলাতক আসা‌মি‌কেও গ্রেপ্তা‌রের চেষ্টা চল‌ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads