সখীপুরে নিখোঁজের দুইদিন পর বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

সারা দেশ

সখীপুরে নিখোঁজের দুইদিন পর বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর, ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে ইদ্রিস আলী (৭০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানী বাজার পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ইদ্রিস আলী ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। এ ঘটনা থানায় অপমৃত্যু মামলা  হয়েছে।

পুলিশ ও পরিবারের লোকজনের কাছ থেকে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ইদ্রিস আলী বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। ওই বৃদ্ধ বাজারে বাজারে প্লাস্টিকের বোতল কুড়িয়ে সংসার চালাতো। নিখোঁজের দুইদিন পর ২৪ সেপ্টেম্বর ইন্দারজানী বাজারের পুকুর থেকে গন্ধ ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা তার ভাসমান লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করে। পরিবারের লোকজনের ধারণা ইদ্রিস আলী পুকুরের পাশ দিয়ে বোতল কুড়ানোর সময় মৃগী রোগে আক্রান্ত হলে পানিতে পড়ে মারা যান।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads