প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপে যোগ দিতে গণভবনে পৌঁছেছেন বিকল্পধারা নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের নেতারা।
আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বারিধারায় বিকল্পধারার কার্যালয় থেকে তারা রওনা দেন গণভবনের উদ্দেশে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারা গণভবনের মূল গেট দিয়ে ঢুকতে শুরু করেন।
শুরুতেই গণভবনে প্রবেশ করেন যুক্তফ্রন্টের শরিক দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়াসহ আরও কয়েকজন। এর কিছুক্ষণ পরই আটটি গাড়ির বহন নিয়ে গণভবনে প্রবেশ করেন ডা. বদরুদ্দোজা চৌধুরী, তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নানসহ অন্যান্য নেতারা।
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে গণভবনের ব্যাংকুয়েট হলে এই সংলাপ শুরুর কথা রয়েছে।
এদিকে, সংলাপ ঘিরে গণভবনের সামনে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। গণমাধ্যমকর্মীদের গণভবনের সামনে থেকে সরিয়ে দিয়ে রাস্তার পশ্চিম পাশে অবস্থান করতে বলা হয়েছে।
জানা গেছে, গতকাল ড. কামাল হোসেনের নেতৃত্বে যুক্তফ্রন্ট যে দাবিগুলো তুলেছিল সেই সাতটি দাবির সঙ্গে বিকল্পধারার বেশিরভাগ দাবিরই মিল আছে। সংসদ ভেঙে দেয়া, নিরপেক্ষ নির্বাচন এবং নির্বাচনে সেনা মোতায়েনসহ দুই ফ্রন্টের পাঁচটি দাবিতে মিল আছে।