সংলাপে আট ইসলামী দল

সংগৃহীত ছবি

রাজনীতি

সংলাপে আট ইসলামী দল

  • বাসস
  • প্রকাশিত ৬ নভেম্বর, ২০১৮

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে ৮টি ইসলামী দলের সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকেল পৌনে ৩টায় গণভবনে এই সংলাপ শুরু হয়। 

সংলাপে অংশ নেওয়া আটটি ইসলামী দল হচ্ছে- ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জালালী পার্টি, আশেকিন আওলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ, জাকের পার্টি, বাংলাদেশ জাতীয় ইসলামী জোট, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট ও ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স।

আর আটটি বাম দলের সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট আজ সন্ধ্যা ৭টায় ১৪ দলের সঙ্গে সংলাপে বসবে।

এই ৮ বাম দল হচ্ছে- কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক আন্দোলন।

এর আগে, ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে ১ নভেম্বর, ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্ট ২ নভেম্বর, ১৪ দলীয় জোটের নেতারা ৪ নভেম্বর ও এইচএম এরশাদের নেতৃত্বে ইউনাইটেড ন্যাশনাল এ্যালাইয়েন্স ৫ নভেম্বর সংলাপে অংশগ্রহণ করে।

এর মধ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট আগামীকাল সকাল ১১টায় গণভবনে আবারো ১৪ দলীয় জোটের সঙ্গে সংলাপে বসবে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads