আগামীকাল ১২ ডিসেম্বর। শ্রীপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের চার দিন আগে হানাদার বাহিনী মুক্ত হয়েছিল গাজীপুরের শ্রীপুর। মুক্তিযোদ্ধাদের তুমুল আক্রমণের ফলে লেজ গুটিয়ে ১১ডিসেম্বর রাতের আঁধারে শ্রীপুর ছাড়ে পাক হানাদার বাহিনী। উড়ানো হয় লাল সবুজের পতাকা।
শ্রীপুরের মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধাদের ভাষ্যমতে, ১৯৭১ সালের ১৮ এপ্রিল হানাদার বাহিনী শ্রীপুরে অবস্থান নেয়। শ্রীপুর থানা,গোসিংগার কাচারি বাড়ি, কাওরাইদ রেলস্টেশন,সাতখামাইর স্টেশন, গোলাঘাট, ইজ্জত পুর ব্রিজ । এ সময় গাজীপুরে গড়ে তোলা হয় আটটি পাক সেনা ক্যাম্প। ক্যাম্পগুলোতে একের পর এক চালানো হতো নির্যাতন। নারীদের ধরে নিয়ে চলত পাশবিক নির্যাতন।
এমন অত্যাপারের প্রতিশোধ নিতেই ক্যাম্প আক্রমনের সিদ্ধান্ত নেয় মুক্তিযোদ্ধারা। পরে মুক্তিযোদ্ধাদের তুমুল আক্রমণের ফলে লেজ গুটিয়ে ১১ডিসেম্বর রাতের আঁধারে শ্রীপুর ছেড়ে পালিয়ে যায় পাক বাহিনী। ১২ ডিসেম্বর সকালে শ্রীপুরে উড়ানো হয় লাল সবুজের বিজয়ী পতাকা।