শ্রীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ

ভাতার দাবিতে শ্রীপুরের প্যারাডাইস ইলেকট্রনিক্স কারখানার শ্রমিকদের বিক্ষোভ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

শ্রীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি, ২০১৯

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বকেয়া বেতন ও বিভিন্ন ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্যারাডাইস ইলেকট্রনিক্স কারখানার শ্রমিকেরা।এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন এ পথে চলাচলকারীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পুরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকরা জানায়, গত তিন মাসের বেতন, ২০১৮ সালের বাৎসরিক ছুটির টাকা, ওভারটাইম ও বাৎসরিক ইনক্রিমেন্ট টাকা কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করছে না। এ অবস্থায় কর্তৃপক্ষ বিভিন্ন সময় একাধিক তারিখ দিয়েও তা পরিবর্তন করে টালবাহানা করা হচ্ছে।। নিরুপায় হয়ে আমরা আন্দোলনের নামতে বাধ্য হয়েছি। এছাড়াও নতুন বেতন কাঠামোর দাবিও জানান তারা।

এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার ওসি দেলেয়োর হুসেন জানান, মহাসড়ক অবরোধের সংবাদ পেয়ে হাইওয়ে থানা পুলিশের একটি দল শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এতে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য মালিক পক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads