শ্রীপুরে বসুন্ধরা গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ

সংগৃহীত ছবি

সারা দেশ

শ্রীপুরে বসুন্ধরা গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ মে, ২০২১

গাজীপুরের শ্রীপুরের দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের  উদ্যাগে কয়েকশ দুস্থ অসহায় গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী (খাদ্য) উপহার দেওয়া হয়। করোনাকালে বসুন্ধরার পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে দারুন খুশি উচ্ছসিত উপহার পাওয়া প্রান্তিক অসহায়  গরীব মানুষগুলো। যেখানে মহামারি করোনার ছোবলে মানুষ নিত্য দিনের খাদ্য পণ্য কিনতে হিমশিম খাচ্ছে সেখানে ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে বসুন্ধরার এমন মানবিক আয়োজনে প্রশংসা করেছে সাধারণ মানুষ।

আজ রোববার  সকালে বরমী ইউনিয়েনর সাতখামাইর উচ্চ বিদ্যালয় মাঠে চেয়ারে বসিয়ে সারিবদ্ধ ভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে সবার মাঝে খাদ্য উপহার বিতরণ করা হয়।

এ সময় শ্রীপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন উপস্থিত ছিলেন।

গাজীপুর জেলা আ.লীগের কার্যকরী সদস্য শেখ আবদুল লতিফ,শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহফুল হক হান্নান, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দ, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার শেখ সফিউদ্দীন জিন্নাহ,সাতখামাইর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী দুলাল, জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব হাসান ও উপজেলা শুভসংঘের ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল আলম হিরন উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads