শ্রীপুরে গ্যারেজ মালিকের কোপানো মরদেহ মিলেছে নিজ ঘরে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রীপুরে গ্যারেজ মালিকের কোপানো মরদেহ মিলেছে নিজ ঘরে

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ ডিসেম্বর, ২০২০

গাজীপুরের শ্রীপুরের গিয়াস উদ্দীন (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।  তিনি একটি অটো রিকশার গ্যারেজ চালাতেন। পৌরসভার ভাংনাহাটি পশ্চিমপাড়া (নতুনবাজার) এলাকায় এ গ্যারেজ মালিকের মরদেহ ঘরে ভিতরে মিলেছে । আজ শনিবার সকালে মরদেহটি দেখে গ্যারেজ থেকে অটো নিতে আসা চালকরা। পরে স্বজনরা খোঁজ পান।

নিহত গিয়াস উদ্দিন ওই গ্রামের আবদুল মালেকের ছেলে। বাড়ির পাশেই ছিল গ্যারেজটি। তার বেশ কয়েকটি অটোরিকশা ছিল যা তিনি প্রতিদিন ভাড়া দিতেন।

স্বজনরা জানান, শুক্রবার রাত ১২টার পর তিনি গ্যারেজে ঘুমাতে যান। শনিবার সকালে গাড়িচালকরা তার কাছ থেকে অটোরিকশা আনতে গিয়ে গ্যারেজের ভিতর মরদেহ দেখতে পান। এলোপাতাড়ি কোপানো দেহ পড়ে থাকতে দেখে তারা । পরে স্বজনরাও বিষয়টি টের পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল রয়েছে। 

শ্রীপুর মডেল থানার এসআই কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তিনি আরো জানান, মরদেহ ক্রাইমসিন ইউনিটের জন্য ঘটনাস্থলে রেখে দেয়া হয়েছে। যাবতীয় কাজ শেষ করে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads