শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদের সাথে উপজেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক আলহাজ আবদুল হান্নান সজলের নেতৃত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম,উপজেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো: মনিরুল হাছান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির নবগঠিত আহ্বায়ক আলহাজ আবদুল হান্নান সজল। এ সময় তিনি বলেন শ্রীপুর উপজেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক সংগঠন।
এ সংগঠন উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সবাইকে একটি পরিবারের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এ সংগঠন কাজ করছে। আমি মনে করি মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষক এ পরিবারের সদস্য। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অন্যায়ভাবে হয়রানি এবং শিক্ষকদের যেন কোনো ভাবেই অসম্মান করা না হয় সেই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মতবিনিময় সভায় সমাপনী বক্তব্যে নবনিযুক্ত ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,শিক্ষক মানুষ গড়ার কারিগর। কোনো শিক্ষক কর্মচারীদের যেন অন্যায়ভাবে হয়রানি এবং তাদেরকে অসম্মান করা না হয় সেই বিষয়ে আশ্বাস দেন এবং উক্ত সংগঠনের সার্বিক সফলতা কামনা করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।