রংপুরের পীরগঞ্জে শশুড়বাড়ীতে এসে গলায় ফাঁসিতে ঝুলে মারা যাওয়ার ঘটনায় পরস্পর বিরোধী অভিযোগ পাওয়া গেছে। পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায় গত সোমবার রাতে শশুড়বাড়ী রাজারামপুরে স্ত্রী’র কাছে তিন সন্তানের জনক হারুন বেড়াতে আসে। মঙ্গলবার ভোরে হারুনের মরদেহ গাছের সাথে ঝুলানো অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে।
হারুনের বাড়ী পাশ্ববর্তী সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে। সে ইমারত আলী পুত্র কাঁচামাল ব্যবসায়ী। তার মৃত্যু নিয়ে এলাকায় শুরু হয়েছে নানা কানা ঘুষা ও গুঞ্জন। এ ঘটনায় উভয় পরিবারের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। লাশের ময়না তদন্ত হলেই মৃত্যুর রহস্য জানা যাবে বলে সচেতন মহল মনে করেন।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচাজর্ (তদন্ত) মাসুমুর রহমান জানান, হারুনের স্ত্রী হাসনা হেনা ও শ্বশুর আবুল হোসেনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় আছে। লাশ ময়না তদন্তর জন্য মর্গে পাঠানো এবং মামলার প্রস্তুতি চলছে।
 
                                 
                                         
                                         
                                         
                                        





