শেষ হলো মালাইকার লুকোছাপা খেলা

ছবি : ইন্টারনেট

বলিউড

শেষ হলো মালাইকার লুকোছাপা খেলা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি, ২০১৯

মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেমকাহিনি বি-টাউনে নতুন  কিছু নয়। প্রায়ই তারা বিভিন্ন পার্টিতে ক্যামেরাবন্দি হন। অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথম থেকেই মালাইকা যারপরনাই লুকোছাপা খেলেছিলেন। অবশেষে নিজেই ক্ষান্ত দিলেন এ খেলার। মনের সব অবসাদ বিসর্জন দিয়ে অবশেষে স্বীকার করলেন সব কথা। বললেন, ‘আমার অর্জুনকে ভালো লাগে...এভাবে...ওভাবে...সবরকমভাবে ভালো লাগে।’

সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ মৌসুমে প্রেমিক অর্জুনকে নিয়ে এমন মন্তব্য করে সবাইকে রীতিমতো অবাক করে দেন মালাইকা।

‘কফি উইথ করণ’-এর চূড়ান্ত পর্বে এ মৌসুমের সেরা পারফরমারদের পুরস্কার দেওয়া হবে। এ পর্বের অতিথি হচ্ছেন মালাইকা অরোরা, কিরণ খের, বীর দাস ও কৌতুক অভিনেতা মল্লিকা দুয়া। অন্তর্জালে এই পর্বের প্রোমো প্রকাশিত হয়েছে। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, সঞ্চালক করণ জোহর অতিথিদের বলছেন সেরা পুরুষ পারফরমারের নাম ঘোষণা করতে। এ সময় কিরণ খের ‘গুন্ডে’ তারকা অর্জুন কাপুরের নাম নিলে মালাইকা অরোরা তাকে সমর্থন দেন।

এর আগে করণের শোতেই অর্জুন নিশ্চিত করেছিলেন, তিনি সিঙ্গেল নন এবং বিয়ের জন্য প্রস্তুত। তবে মালাইকার নাম উচ্চারণ করেননি। পরে করণ এ ব্যাপারে মালাইকার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘ওটা (পর্ব) ছিল উষ্ণ এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’ ওই পর্বে অতিথি হয়েছিলেন অর্জুন ও তার বোন জাহ্নবী কাপুর।

৪৫ বছরের মালাইকা ও ৩৩ বছরের অর্জুন জীবনের প্রেম-পরবর্তী ধাপে বাঁধা পড়তে চলেছেন। মাত্র কয়েক দিন আগে, তাদের লাঞ্চ পার্টিতে যোগ দেন মালাইকার ছেলে আরহানও। ফলে তাদের সম্পর্কের জল্পনা আরো জোরাল হয়। বলিউডে গুঞ্জন, এরই মধ্যে নতুন বাড়ি খোঁজা শুরু করে দিয়েছেন মালাইকা ও অর্জুন। চলতি বছরের শেষের দিকে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছেন এ যুগল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads