শেরপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচন ভোট চলছে, ভোটার উপস্থিতি কম

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শেরপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচন ভোট চলছে, ভোটার উপস্থিতি কম

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ডিসেম্বর, ২০২০

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শুন্য পদে উপ-নির্বাচনের ভোট গ্রহন চলছে। আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি খুবই কম। ভোটগ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তারা মনে করছেন, তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে ভোটাররা বাড়ি থেকে বের হচ্ছে না। বেলা বাড়লে হয়তো ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়তে পারে।

উপ-নির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী মোছা.শিল্পী বেগম (কলস), মোছা. ফিরোজা খাতুন (ফুটবল), মোছা. নাজনীন পারভীন (পদ্মফুল) ও মোছা. নাছরিন আক্তার (ধানের শীষ)।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রে ১২জন আনসার, গুরুত্বপুর্ণ কেন্দ্রে ৫জন সাধারন পুলিশ, সাধারণ কেন্দ্রে ৩জন দায়িত্ব পালন করছেন। এছাড়া ৩ প্লাটুন বিজিবিসহ র‌্যাব ও পুলিশের আলাদা বাহিনী আইন শৃংখলা রক্ষার দায়িত্বে রয়েছেন।

শেরপুর উপজেলার মোট কেন্দ্র ৯৮ টি ভোট কেন্দ্রের মাধ্যমে ২ লাখ ৬৫ হাজার ৮৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩০ হাজার ৪৮ জন এবং ১ লাখ ৩৫ হাজার ৮৪০ জন নারী ভোটার। তিনি আরও জানান, বিগত ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে খাদিজা বেগম নির্বাচিত হয়েছিলেন। এবছরের ২১ মার্চ তার মৃত্যু হলে পদটি শুন্য হয়। আজ (১০ ডিসেম্বর) উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads