জাতীয়

শেরপুরে র‍্যাবের অভিযানে তক্ষকসহ গ্রেপ্তার ১

  • শেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জানুয়ারি, ২০২২

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যপ্রাণি তক্ষক পাচারকালে সাইদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী উত্তরবন কন্যাডুবি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নালিতাবাড়ী উপজেলার সমেশ্চুড়া গ্রামের বাসিন্দা। এসময় তার কাছ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী উত্তরবন কন্যাডুবি গ্রামে একটি তক্ষক বেচাকেনা করা হবে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় র‌্যাব-১৪। অভিযানকালে তক্ষক ব্যবসায়ী সাইদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি জীবিত তক্ষক, ১টি মোবাইল ও ৯০০ টাকা উদ্ধার করা হয়।

জামালপুর র‍্যাব-১৪ সিপিসি-১ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মৃনাল কান্তি সাহা বলেন, দীর্ঘদিন যাবত সাইদুল শেরপুরের বিভিন্নস্থানে বন্যপ্রাণী তক্ষক কেনাবেচা ও সরবরাহ করে আসছিলেন। এ বিষয়ে তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় বন্যপ্রাণি সংরক্ষণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। আটককৃতের ভাষ্য অনুযায়ী উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads