দুর্ঘটনা

শেরপুরে ট্রাকচাপায় নিহত ৪

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ জানুয়ারি, ২০২১

শেরপুরের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারীও আছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সদর থানার ওসি আবদুল আল মামুন সাংবাদিকদের জানান, যাত্রী নিয়ে ঝিনাইগাতী থেকে শহরে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে নেয়া হলে আরও একজনের মৃত্যু হয়। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকটিকে আটক করা গেলেও পালিয়েছে চালক। লাশ উদ্ধার করায় যান চলাচল স্বাভাবিক আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads