আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্ণেল (অবঃ) ফারুক খান বলেন, আগামী ৩০ ডিসেম্বর জনগণ নিজেদের স্বার্থে নৌকায় ভোট দেবে। শহর আর গ্রামের মধ্যে এখন পার্থক্য করা যায়না। শহরের সুবিধা মানুষ গ্রামে বসেই পাচ্ছে। এই হলো শেখ হাসিনার রাজনীতি, বঙ্গবন্ধুর রাজনীতি। মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি।
গতকাল সোমবার বিকেলে তিনি তার নির্বাচনী এলাকার (গোপালগঞ্জ-৩) মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া বাজারে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। আগে কেবল শহরের মানুষ বিদ্যুৎ পেত আর গ্রামের মানুষ ছিল বঞ্ছিত। এরআগে কোন সরকার এসব করেনি। শেখ হাসিনা আবার দেশের প্রধানমন্ত্রী হলে বেকারদের চাকরি হবে। এলাকায় শিল্প কলকারখানা গড়ে উঠবে। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলের কাছে নৌকা মার্কার প্রার্থীকে শতভাগ ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
জনসভায় সভাপতিত্ব করেন খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদল মল্লিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুকসুদিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এ্যাড. অতিকুর রহমান মিয়া, ইউপি চেয়ারম্যান সাব্বির খান, আওয়ামী লীগ নেতা সাইদুল মুন্সি, মুক্তিযোদ্ধা জাফর আহমেদ মল্লিক, লুৎফর রহমান. খন্দোকার আরিফুজ্জামান, তাপসী রানী, আশোক মন্ডল, যুবলীগ নেতা সোহেল মোল্লা, কামাল হোসেন ডাব্লুউ, সারমিন নাহার প্রমূখ।