শুরু হয়েছে এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ফরম বিতরণ পর্ব

সংগৃহীত ছবি

শোবিজ

শুরু হয়েছে এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ফরম বিতরণ পর্ব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ মার্চ, ২০২১

কৃষি নির্ভর এই দেশের কৃষকদের পাশে থেকে কাজ করে যাওয়া দীপ্ত টেলিভিশন এবার হাতে নিয়েছে আরেকটি বিশাল উদ্যোগ। কৃষির অগ্রযাত্রায় সামনে থেকে এগিয়ে নেয়া মানুষগুলোর কাজের স্বীকৃতি হিসাবে দীপ্ত টেলিভিশনের ‘দীপ্ত কৃষি‘ অনুষ্ঠানটির মাধ্যমে প্রদান করা হবে "এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২০"। এখন থেকে প্রতি বছর এই পুরস্কারটি দেয়া হবে মাঠ পর্যায়ে তিলতিল করে সফল হয়ে ওঠা কৃষক, খামারি, সৃজনশীল উদ্ভাবক, মেধাবী গবেষক এবং সফল কৃষি উদ্যোক্তাদের।

বাংলাদেশের সকল কৃষক, খামার, উদ্ভাবক, কৃষি বিজ্ঞাণী, গবেষক ও নতুন উদ্যোক্তা দীপ্ত কৃষি আ্যওয়ার্ড অনুষ্ঠানে ইমেইল বা ডাকযোগে মনোনায়ন পত্র দাখিল করতে পারবেন বা ছবি তুলে দীপ্ত টিভির ফেসবুক পেইজে ইনবক্স করতে পারেন। এক্ষেত্রে প্রতিটি মনোনায়ন ফরমে অবশ্যই স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সিল ও স্বাক্ষর থাকতে হবে।

আবেদনকারীরা অনলাইনেও ফরম পূরণ করতে পারবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads