বহুল আলোচিত পদ্মা সেতু পথের কার্পেটিং বা পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯টা ৪০ মিনিটের সময় সেতুটির ৪০ নম্বর খুঁটির কাছ থেকে এই পিচ ঢালাই কাজ শুরু হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজেই এটি দেখাশোনা করছেন বলে জানা গেছে। জানা গেছে, চার লেনের সেতুটির মাঝখানে ডিভাইডার দেওয়া আছে। তাই পশ্চিম প্রান্তে এ কার্পেটিং শুরু হয়েছে। কার্পেটিংয়ের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
এর আগে পরীক্ষামূলকভাবে সেতুর ৪০ নম্বর খুঁটির কাছে ৬০ মিটার অংশে কার্পেটিং হয়েছিল। এর পর থেকেই মুন্সিগঞ্জের দিকে কার্পেটিং এগোতে থাকে। এই কাজ ঘিরে গত ২০ অক্টোবর পানিরোধী প্রলেপ (ওয়াটারপ্রুফ লেয়ার) দেওয়া হয়।
এদিকে জাজিরা প্রান্ত থেকে গ্যাস লাইনের কাজ শুরু করার পর এখন দ্রুত কাজ শেষ করতে মাওয়া প্রান্ত থেকেও গ্যাস লাইন স্থাপনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেতুর নিচতলার পূর্ব পাশ দিয়ে গ্যাস লাইন আর পশ্চিম পাশে ওয়াকওয়ে তৈরি করা হচ্ছে। পদ্মা সেতুকে যান চলাচলের উপোযোগী করার ক্ষেত্রে বাকি ছিল পিচ ঢালাইয়ের কাজ।
জানা গেছে, এরই মাঝে মূল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে ৯৫ শতাংশ। প্রায় ৮৯ শতাংশ প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে। আর নদী শাসন কাজের অগ্রগতি হয়েছে ৮৬ শতাংশ। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ হয়েছে।
গত বছরের ১০ ডিসেম্বর সেতুর শেষ স্প্যান বসানো হয়। এর মাধ্যমে দৃশ্যমান হয় ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু।আগামী বছরের জুনের আগেই পদ্মা সেতুর কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী সার্বিক দেওয়ান মোঃ আব্দুল কাদের বলেন, সকাল ৯টা ৪০ মিনিটে ৩৭ নাম্বার পিলার হতে কাজ শুরু হয়েছে । আজ ৩৭ নাম্বার পিলার হতে ৪০নাম্বার পিলার পর্যন্ত ঢালাই সম্পন্ন হবে।





