শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব

উৎসব চলবে ৫ থেকে ১৫ অক্টোবর

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৪ অক্টোবর, ২০১৮

সপ্তমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০১৮’। গঙ্গা-যমুনা সাংস্কৃতিক পর্ষদের উদ্যোগে আয়োজিত এ উৎসব চলবে ৫ থেকে ১৫ অক্টোবর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভিন্ন মিলনায়তনে উদযাপন করা হবে এ উৎসব। ১১ দিনব্যাপী চলা এ উৎসবে অংশ নেবে ভারতের ৪টি, ঢাকা ও ঢাকার বাইরের ২৬টি নাট্যদল, ১৮টি আবৃত্তি সংগঠন, ১৮টি সঙ্গীত সংগঠন ও ১৮টি নৃত্য সংগঠন। তাদের পরিবেশনায় থাকবে ৩০টি নাটক, ৯টি পথনাটক, একক আবৃত্তি ও একক সঙ্গীত।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ইন্ডিয়া-বাংলাদেশ ফাউন্ডেশন এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সহযোগিতায় এ বছর ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০১৮’ উদযাপিত হবে।

৫ অক্টোবর বিকাল ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন ভারত ও বাংলাদেশের বিশিষ্ট নাট্যজন বিভাস চক্রবর্তী ও মামুনুর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এছাড়া উদ্বোধনী পর্বে সম্মানীত অতিথির বক্তব্য দেবেন নাট্যসারথি আতাউর রহমান, নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য দেবেন উৎসব পর্ষদের সদস্য সচিব আকতারুজ্জামান এবং সভাপতিত্ব করবেন উৎসব পর্ষদের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads