চা গাছের ফুল। নাম ক্যামেলিয়া জাপুনিকা। এটি তার বৈজ্ঞানিক নাম (Camellia Japonica)। চা গাছে সারা বছর এ ফুল দেখা না গেলেও এই সময় দৃষ্টিনন্দন এ ফুল চা গাছে চোখে পড়ে। দেখতে সাদা হলেও আরো বিভিন্ন রঙের দেখা যায়। অনেকটা গোলাপ ফুলের মতো।
বাংলাদেশ চা বোর্ডের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক (পঞ্চগড়) ড. মোহাম্মদ শামিম আল মামুন জানান, ক্যামেলিয়া জাপুনিকা (Camellia Japonica) বা জাপানিজ ক্যামেলিয়া- এই ফুলের চা গাছ ২০ ফুট পর্যন্ত দীর্ঘ হতে পারে। বর্তমানে এই ফুলের ২০০০-৩০০০ হাইব্রীড ভ্যারাইটি বিদ্যমান। এটি চা পরিবারের (Family) উদ্ভিদ হলেও এ গাছ হতে চা পাতা উত্তোলন করা হয় না। এটি ফুলের জন্য চাষ করা হয়। আমরা যে চা পান করি সে চা গাছের বৈজ্ঞানিক নাম Camellia Sinensis। তবে দুটি গাছই Theaceac পরিবার ভুক্ত।
Camellia Japonica কে ‘শীতের রানী’ বা কখনও ‘শীতের গোলাপ’ বলা হয়ে থাকে। আগেকার দিনে ক্যামেলিয়া ফুল কে দীর্ঘায়ু ও বিশ্বস্ততার প্রতীক মনে করা হতো। এটি বিভিন্ন রঙের হয়ে থাকে। আকর্ষণে অতুলনীয়। সাধারণত জানুয়ারী-মার্চ মাসে চা গাছে এ ফুল দেখা যায়।