শিশুদের সঙ্গে জন্মদিন পালন

ছবি : সংগৃহীত

শোবিজ

শিশুদের সঙ্গে জন্মদিন পালন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ ডিসেম্বর, ২০১৮

ঢালিউডের পরিচিত চিত্রনায়িকা অমৃতা খান। গতকাল ছিল তার জন্মদিন। এবারের জন্মদিন আশুলিয়ায় শিশুদের সঙ্গে কাটিয়েছেন তিনি। সেখানে শিশুদের বিভিন্ন রকমের খাবার ও খেলনা উপহার দিয়েছেন অমৃতা। এবারের জন্মদিন আশুলিয়ায় পালন করা প্রসঙ্গে বাংলাদেশের খবরকে অমৃতা বলেন, ‘ব্যবসায়িক কারণে আশুলিয়ায় আমার একটা অবস্থান তৈরি হয়েছে। তাই এবারের জন্মদিন সেখানে পালন করার সিদ্ধান্ত নিয়েছি। আমার পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানের সকলকে সঙ্গে নিয়েই জন্মদিন পালন করেছি।’

শোবিজে অমৃতার পথচলা শুরু হয়েছিল নাচের মাধ্যমে। বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে পরিচিতি পান তিনি। বড়পর্দায় অমৃতার অভিষেক হয়েছে ‘গেইম’ ছবির মাধ্যমে। ২০১৫ সালে ছবিটি মুক্তি পাওয়ার পর বেশ আলোচনায় আসেন তিনি। তারপর অভিনয় করেছেন অনেকগুলো চলচ্চিত্রে। কাজের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ও মাই লাভ’ ছবির চিত্রায়ণ শেষ করেছি। এখন সম্পাদনা চলছে। খুব শিগগিরই এ ছবির ডাবিং শুরু হবে। বুলবুল বিশ্বাসের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়ন তারা’র কাজও শেষ। এটিও মুক্তির অপেক্ষায়। আর নতুন কিছু ছবির কাজের ব্যাপারে কথা চলছে। জানুয়ারিতে সাইনিং হওয়ার কথা। দেখা যাক।

সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চান অমৃতা। জানিয়ে তিনি আরো বলেন, ‘ডিসেম্বরের চব্বিশ তারিখ এলেই মনে হয় জীবন থেকে আরো একটি বছর হারিয়ে গেল। আমি আজকের এ অবস্থানে আসতে পেরেছি শুধুমাত্র মানুষের দোয়ার কারণে। জীবনের শেষ দিন পর্যন্ত সবার ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই।’

নতুন বছরের পরিকল্পনা সম্পর্কে অমৃতা বলেন, ‘নতুন বছরে ভালো কিছু কাজ করতে চাই। দর্শকের মনে রাখার মতো ছবি উপহার দিতে চাই। আগে আমি ইন্ডাস্ট্রির অনেক কিছুই বুঝতাম না। এখন ছবি সাইনিং করার আগে অনেক কিছু খেয়াল করি। যেগুলো আমার সিদ্ধান্ত গ্রহণে অনেক সহযোগিতা করে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads