শিশুদের মসজিদে আনতে চকোলেট স্কুলব্যাগ উপহার

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

শিশুদের মসজিদে আনতে চকোলেট স্কুলব্যাগ উপহার

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ ফেব্রুয়ারি, ২০২২

শিশুদের মসজিদে আনতে চকোলেট ও স্কুলব্যাগের আশ্বাস দিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে একটি মসজিদে। মসজিদে ১০ বছরের কম বয়সি শিশুরা নামাজে এলে তাদেরকে দেওয়া হবে চকোলেট ও চুইংগাম। এছাড়াও যে শিশু একাধারে ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, তাকে একটি স্কুলব্যাগও উপহার দেওয়া হবে।

উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের দেওয়ালে ও আশপাশে সাদা কাগজে এমনি লেখা টাঙানো হয়েছে। এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মসজিদের ইমাম শরিফুল ইসলাম রানা।

তিনি বলেন, বর্তমান সময়টা ইন্টারনেটের যুগ। অন্যদিকে, করোনাকালে দীর্ঘ ১৮ মাস ছিল শিশুদের স্কুল বন্ধ। এখনো বন্ধের রেশ কাটেনি। এই দীর্ঘ সময়টা অলসভাবে পার করছেন কোমলমতি শিশুরা। তারা দিন দিন আসক্ত হচ্ছে মোবাইল গেমস-এ’। ‘মোবাইল গেমস খেলা থেকে আসক্ত মুক্ত করতে পাঁচ ওয়াক্ত নামাজ ও কোরআন শিক্ষার কোনো বিকল্প নেই। ওসব শিশুদের মসজিদ মুখি করতেই নেওয়া হয়েছে এমনটা উদ্যোগ। এতে সহযোগিতা করেছেন মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয়রা।

আকালু জামে মসজিদের সভাপতি মো. জাকারিয়া মণ্ডল বলেন- করোনাকালীন সময় থেকে আমাদের এমন উদ্যোগে শিশুরা স্মার্টফোন গেমস ছেড়ে মসজিদ মুখী হচ্ছে। আমি যতদিন বেঁচে আছি, এ উদ্যোগ চলমান থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads