সোফিয়া নামক রোবট তৈরি করে সারা বিশ্বে আলোড়ন তৈরি করা হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিকস এবার নতুন একটি রোবট তৈরি করেছে। মাত্র ১৪ ইঞ্চি উচ্চতার এ রোবটটিকে সোফিয়ার বোন হিসেবেও আখ্যা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
সোফিয়ার মতো এই রোবটটিও হাঁটতে পারে, কথা বলতে পারে, খেলতে পারে, এমনকি কৌতুকও শোনাতে পারে।
তবে এতকিছু পারলেও রোবটটির মূল লক্ষ্য হলো শিশুদের বিশেষ করে মেয়েদের প্রোগ্রামিং শিক্ষা দেওয়া। মূলত সাত থেকে তেরো বছর বয়সীদের লক্ষ্যে করে কাজ করবে ছোট সোফিয়া। প্রোগ্রামিংয়ের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পাঠদানের উপযোগী করে রোবটটি বানিয়েছে হ্যানসন রোবোটিকস।
প্রতিষ্ঠানটি বলছে, এতে থাকা সফটওয়্যার এবং হ্যানসন এআই একাডেমির বিভিন্ন টিউটোরিয়াল ব্যবহার করে শিশুদের নিরাপদে এবং ইন্টারঅ্যাক্টিভ প্রক্রিয়ায় এসব কিছু শেখানো সম্ভব হবে।
রোবটটিতে ব্যবহার করা হয়েছে মুক্ত সফটওয়্যার যার মাধ্যমে একে প্রয়োজনমতো প্রোগ্রাম করে নেওয়া যাবে। এতে আরো থাকছে ব্লুটুথ, ওয়াইফাই এবং রাস্পবেরি পাই।
যখন এটি শিশুদের শেখাবে না, তখনো নানাভাবে সক্রিয় থাকবে এটি। ভয়েস কমান্ডের মাধ্যমে বিভিন্ন নির্দেশ গ্রহণ করে সে অনুযায়ী কাজ করবে ছোট সোফিয়া। এ ছাড়া একটি অগমেন্টেড রিয়েলিটি অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে হোম অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করবে এটি, অনেকটা অ্যামাজন অ্যালেক্সার মতো।
রোবটটি তৈরির জন্য তহবিল সংগ্রহ করতে কিকস্টার্টার নামক একটি ক্রাউডফান্ডিং ওয়েবসাইটে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। ৭৫ হাজার ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও এরই মধ্যে এক লাখ ডলারের বেশি সংগ্রহ করতে সমর্থ হয়েছে হ্যানসন রোবটিকস। ১৪৯ ডলার প্রদানের বিনিময়ে এখান থেকেও রোবটটি কেনার জন্য অগ্রিম ফরমায়েশ দেওয়া যাবে।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





