জেলা পুলিশ মুন্সীগঞ্জ এর উদ্যোগে ই-ট্রাফিক প্রসিকিউশন এন্ড ফাইন পেমেন্ড সিস্টেম এবং মাওয়া ঘাটে সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) সভাপতিত্বে একাজের উদ্বোধন করেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)।
এছাড়াও মাওয়া ঘাট পরিদর্শন ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শিমুলিয়া ঘাটসহ ঢাকা মাওয়া মহাসড়কে যাটজট নিরসন ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে র্ফোসদের ব্রীফিং প্যারেড হয়।
পরে লৌহজং থানা মাঠে বেদেসম্প্রদায়ের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মুন্সীগঞ্জ সদর সার্কেল আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল আশাদুজ্জামানসহ প্রমুখ।