শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে দুই ঘন্টা পর নৌযান চলাচল স্বাভাবিক

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে দুই ঘন্টা পর নৌযান চলাচল স্বাভাবিক

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২ জুন, ২০১৯

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকালে বৈরী আবহাওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর বেলা সাড়ে ১২টা থেকে শিমুলিয়ায় আবার ফেরি ও নৌযান চলাচল শুরু হয়।

লৌহজং উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বলেন, বেলা পৌনে ১১ টার দিকে ঝড়ো আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল হয়ে উঠলে নৌরুটে ফেরী, লঞ্চ ও স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার।

তিনি জানান, বেলা সাড়ে ১২ টার দিকে আবহাওয়া অনুকুলে আসলে নৌযান চলাচল স্বাভাবিক হয়। এতে করে শিমুলিয়া ঘাট থেকে ফেরী, লঞ্চ ও স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল শুরু হয়।

উল্লেখ, ঈদ উপলক্ষে ৩ টি রো-রো ফেরীসহ সর্বমোট ১৮ টি ফেরী যানবাহন ও যাত্রী পারাপার করছে। এছাড়া নৌরুটে ৮৭ টি লঞ্চ ও পাঁচ শতাধিক স্পিডবোট চলাচল করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads