চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-মনাকষা-খাসেরহাট মহাসড়কের শিবগঞ্জ বাজার মোড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে ভূক্তভোগী এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়েছে- ত্রিমুখী সরকারি রাস্তা প্রয়োজনের তুলনায় অনেক সরু হবার ফলে সড়কে প্রতিদিন ছোট বড় বিভিন্ন ধরণের যানবাহন চলাচলে যানজটের সৃষ্টি হচ্ছে। কিন্তু কতিপয় বাড়ির মালিক খাইরুল ইসলাম ক্ষমতা দেখিয়ে সরকারি সীমানা অতিক্রম করে বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।
এছাড়া সরকারি রাস্তা থেকে তিন ফুট না ছেড়েই বাড়ি নির্মাণ করছেন। এরআগে সহকারী কমিশনার (ভূমি) ভবন মালিক খাইরুল ইসলামকে তার বাড়ি নির্মাণে সরকারি নির্দেশ মেনে চলার আদেশ দিলেও সে আদেশ তোয়াক্কা না করে বাড়ি নির্মাণ করে যাচ্ছেন। এতে পথচারী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। রাস্তা দখলের অংশটুকু ছেড়ে দিয়ে বাড়ি নির্মাণের জন্য দাবী জানিয়েছেন এলাকাবাসী। এছাড়া সরকারি রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চেয়ে উপজেলা নির্বাহী অফিসার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।