শাহরাস্তি উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুজ্জামান মিন্টু

সংগৃহীত ছবি

সারা দেশ

শাহরাস্তি উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থীর জয়

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩ অক্টোবর, ২০১৮

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুজ্জামান মিন্টু বেসরকারিভাবে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

নৌকা প্রতীকে মিন্টু পেয়েছেন ৩৩ হাজার ২২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত প্রার্থী ওবায়েদুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৬০০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী (শ্রমিক লীগ নেতা) বাবুল আক্তার পেয়েছেন ৭ হাজার ২০০ ভোট।

আজ বুধবার সকাল ৮টা থেকে উপজেলার ৫৮টি কেন্দ্রে একযোগে এই ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিত ছিল খুব কম। তবে দুয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়।

শাহরাস্তি উপজেলায় ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার ১ লাখ ৬৩ হাজার ৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৯৯১জন ও নারী ভোটার ৮২ হাজার ৪৯ জন। মোট ভোট কেন্দ্র ৫৮টি। প্রত্যেক ভোট কেন্দ্রে একজন এসআই এর নেতৃত্বে ৩ জন কনস্টেবল ও ১২জন আনসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল

এছাড়াও ২০টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং টিম ও ২টি স্ট্যান্ডবাই টিম ছিল। এছাড়াও ৩ প্লাটুন বিজিবির পাশাপাশি ছিল র‌্যাবের টহলও।

উল্লেখ, গত ২০১৪ সালের ২৩ মার্চ শাহরাস্তি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।  ওই নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়াজী দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। আগামী বছরের ২০ মে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এ বছরের এপ্রিল মাসে তিনি হঠাৎ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। গত ৮ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় তার পদত্যাগপত্রটি গ্রহণ করে এ পদটি শূন্য ঘোষণা করে।

গত ১০ জুন নির্বাচন কমিশন শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ২৫ জুলাই ভোটগ্রহণের কথা ছিল। এরই মধ্যে উপজেলার রাঢ়া গ্রামের জাকির হোসেন বাদী হয়ে আদালতে একটি রিট পিটিশন দায়ের করলে আদালত ১০ কর্ম দিবসের জন্যে এ নির্বাচন স্থগিত ঘোষণা করে। এরপর ২২ জুলাই নির্বাচন কমিশন অনির্দিষ্টকালের জন্যে এ নির্বাচন স্থগিত করে। প্রায় দুই মাস পর গত ২৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এ উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads