শোবিজ

শামীম-তিশার ‘মনের আয়না’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৮ ফেব্রুয়ারি, ২০২০

আসছে ভালোবাসা দিবসের জন্য সম্প্রতি নির্মিত হয়েছে খণ্ড-নাটক ‘মনের আয়না’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শরিফুল ইসলাম শামীম। সৃজন প্রোডাকশন হাউজের প্রযোজনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, তাসনুভা তিশা, বাবুল আহমেদ, সায়কা আহমেদ, জি সি রাজিব, জিলফিকা জুঁই, সিলভাসহ আরো অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, প্রথম দেখায় সামির সাবার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সামির সাবাকে দেখতে তাদের বাসায় যাওয়ার জন্য নানা রকম টালবাহানা করেন। তবে ঠিকই একদিন সাবাদের বাড়ি যান সামির। একটা সময় সাবার বাবা-মা সবাই বিরক্ত হয়ে যায় সামিরের কর্মকাণ্ডে। একপর্যায়ে বাড়িওয়ালার কাছে বিচার দিলে সামিরকে বাসা ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। তারপর ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। এভাবেই গল্পটি সামনের দিকে এগিয়ে যাবে। নাটকটি ১৪ ফেব্রুয়ারি বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভিতে প্রচার হবে বলে জানান নির্মাতা শরিফুল ইসলাম শামীম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads