ক্রেতাদের জন্য নতুন অফার চালু করেছে স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। ‘নোট এ নোট ব্যাক’ শীর্ষক এ অফারে রেডমি নোট ৫ স্মার্টফোন কিনলে পাওয়া যাবে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্মার্টফোনটির ৩ জিবি ভ্যারিয়েন্ট কিনে একজন গ্রাহক পাবেন এক থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক। অফারটি পেতে ফোনের মেসেজ অপশন থেকে MIRN5<স্পেস>শপ কোড<স্পেস>আইএমইআই নম্বর লিখে এসএমএস করতে হবে ২৬৯৬৯ নম্বরে। ফিরতি মেসেজে ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেওয়া হবে। ফোনের মূল্যের সঙ্গে প্রাপ্ত ক্যাশব্যাক সমন্বয় করা হবে।
উল্লেখ্য, রেডমি নোট ৫ এআই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসর। এ ছাড়া ক্যামেরায় ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। ফলে স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এর ক্যামেরা। বিজ্ঞপ্তি