বলিউডের সাবেক বিউটি কুইন ও অভিনেত্রী তনুশ্রী দত্ত যৌন হেনস্তার ওপর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে চলচ্চিত্রটি মুক্তি পাবে।
শর্টফিল্মটির সংলাপ নিজেই লিখেছেন তনুশ্রী দত্ত। শোবিজে যৌন হেনস্তার ওপর এই ছবির মুক্তি নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত তিনি। জানান, ‘কোনো প্রকার পথপ্রদর্শক ছাড়া শোবিজসহ অন্যান্য ক্ষেত্রে নবাগত তরুণীরা কীভাবে ধ্বংসের মুখোমুখি হচ্ছেন, তা নিয়ে নির্মিত এ ছবি।’
২০১৮ সালের অক্টোবরে ‘আশিক বানায়া আপনে’ খ্যাত তনুশ্রী দত্ত অভিযোগ করেছিলেন, ১০ বছর আগে একটি ছবির শুটিং সেটে বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার তাকে যৌন নিপীড়ন করেছিলেন। ওই ঘটনার পর তিনি ছবির দুনিয়া থেকে দূরে সরে যান। তবে নানা পাটেকার বলেন, তনুশ্রীর অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। তার অভিযোগের পর ভারতজুড়ে মি টু আন্দোলন ছড়িয়ে পড়ে। হেনস্তাকারী হিসেবে একে একে উঠে আসে বহু তারকা অভিনেতা-পরিচালকের নাম। ১০ বছর আগে ওই ঘটনার পর শোবিজ থেকে দূরে সরে যান বলে জানান তনুশ্রী দত্ত। চলে যান যুক্তরাষ্ট্রে। সর্বশেষ তাকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ‘অ্যাপার্টমেন্ট’ ছবিতে।