মোঃ আবুল হোসেন সরদার, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে গোসল করতে নেমে পৃথক ঘটনায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার রাজনগর ও মুক্তারেরচরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— একই উপজেলার রাজনগর ইউনিয়নের কাজি কান্দি গ্রামের কামরুল কাজীর মেয়ে মৌ আক্তার (১৩), নয়ন মাদবর কান্দি গ্রামের শওকত খানের মেয়ে সূচনা আক্তার (১৩), কেদারপুর গ্রামের শুকুর আলীর মেয়ে তানিশা (৭) ও জাজিরা উপজেলার মোহর খার কান্দি গ্রামের সুমন মিয়ার মেয়ে সুরাইয়া আক্রার (৭)।
স্থানীয়রা জানায়, মৌ ও সূচনা দুজন গাজীপুরে একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো। তারা পরিবারসহ গাজীপুরে বসবাস করতেন। ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে বেড়াতে আসে।
মৌ এর বাবা কামরুল কাজী জানান, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসি। আমার মেয়ে সাতার কাটতে জানতো না। আমার মেয়েকে অকালে হারালাম।
অন্যদিকে মুক্তারেরচর ইউনিয়নে খালার বাসায় বেড়াতে যায় তানিসা ও সুরাইয়া। দুপুরে পাশের কীর্তিনাশা নদীতে গোসলে নামে তারা। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করে তানিশা এবং সুরাইয়াকে উদ্ধার করে। তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানায়, তাদের নানাবাড়ী নড়িয়া থানার শাওড়া গ্রামের নূর মোহাম্মদ দেওয়ানের বাড়ীতে বেড়াতে আসে। দুপুরে সময় কীর্তিনাশা নদীতে গোসলে নেমে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা মৌ এবং সূচনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া বলেন, খবর পেয়ে আমরা মৌ ও সূচনা খানম মেঘাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জাজিরার ওই দুটি মরদেহও পরিবারের কাছে হস্তান্তর র করা হয়েছে।