দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান শপথ নিলে সাংগঠনিক ও আইনী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গণফোরাম।
আজ রোববার গণফোরামের আরামবাগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু।
মন্টু বলেন, ‘সংসদে যোগ না দেয়া আমাদের দলের সিদ্ধান্ত এবং এ ব্যাপারে কোনো মতানৈক্য নেই। এরপরও তারা (মনসুর ও মোকাব্বির) এটা (শপথ নিলে) করলে সেটা তাদের নিজের সিদ্ধান্ত, দলের নয়।’
তিনি বলেন, ‘তারা শপথ নিলে আমরা নিশ্চতভাবেই আইন মোতাবেক ব্যবস্থা নেব। আমরা দলীয় বৈঠক করবো তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনী ব্যবস্থা নেব।’
এর আগে, গত শনিবার স্পিকারের কাছে পাঠানো এক চিঠিতে গণফোরামের দুই এমপি আগামী ৭ মার্চ শপথ অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানান।
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্লাটফর্মে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন গণফোরামের মনসুর। অন্যদিকে মোকাব্বির খান সিলেট-২ আসন থেকে গণফোরামের প্রতীক ‘উদীয়মান সূর্য’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।
বিএনপি ও গণফোরামসহ আরও কয়েকটি দল জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে বিএনপি ছয়টি আসনে এবং গণফোরাম দুটি আসনে বিজয়ী হয়।
তবে ‘ব্যাপক ভোট ডাকাতির’ অভিযোগ এনে জোট নির্বাচনের ফলাফল বর্জন করে নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে।