মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি বিরল প্রজাতির বিষধর সাপ ধরা পড়েছে। চার দিন ধরে স্থানীয়দের কাছে সাপটি আটক থাকার পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত রোববার দুপুরে উপজেলার মালির অংক বাজারের কাছ থেকে সাপটি আটক করা হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকার আগারগাঁও বন বিভাগের অপরাধ দমন ইউনিটের বন্যপ্রানি পরিদর্শক অসীম মল্লিক লৌহজং এর কাছে সাপটি হস্তান্তর করেন।
সাপটিকে আটককারী চা দোকানদার উজ্জ্বল বলেন, চার দিন আগে মালির অংক বাজারের কাছ থেকে সাপটিকে বস্তায় ভরে আটক করা হয়। এরপর এটিকে একটি ইঁদুর ধরার ফাঁদে (খাচায়) আটক করে রাখা হয়। কেউ কেউ বলছেন সাপটির নাম রাসেল ভাইপার। তবে, এমন সাপ জীবনে দেখি নাই। সাপটি লম্বায় প্রায় আড়াই হাত হবে।
তিনি আরো বলেন, চার দিন ধরে সাপটি কিছু খায়নি। সাপটি ধরার পর লৌহজং উপজেলা পল্লী বিদ্যুত সমিতির নূরে আলমের কাছে রাখা হয়।
এ বিষয়ে সাপটি প্রাপ্তি স্বীকার করে বন্যপ্রানি পরিদর্শক অসীম মল্লিক জানান, সাপটি ঢাকায় নেয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে সাপটিকে কোথায় রাখা বা পাঠানো হবে। তবে স্থানীয়রা ধারণা করছেন বিষধর সাপটি চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার জাতীয় সাপ।